Friday, November 7, 2025
HomeScrollভোটদানের হারে সবচেয়ে এগিয়ে গোপালগঞ্জ
Bihar Assembly Election 2025

ভোটদানের হারে সবচেয়ে এগিয়ে গোপালগঞ্জ

বিহারে বিধানসভায় মোট আসন ২৪৩

ওয়েব ডেস্ক: বিহারের ১৮ জেলায় চলছে প্রথম দফার ভোট গ্রহণ (Bihar 1 Phase Vote )। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলেও কিন্তু দুপুরে উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে। উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে পাথর ও জুতো ছোড়ার অভিযোগ উঠল। এরমধ্যে বিহারের গোপালগঞ্জ জেলায় ভোটদানের হার সবচেয়ে বেশি। দুপুর ১টা পর্যন্ত বিহারে ৪২.৩১ শতাংশ ভোট পড়ল। এখনও পর্যন্ত ভোটদানের হারে সবচেয়ে এগিয়ে গোপালগঞ্জ (৪৬.৭৩ শতাংশ)। এই সময়ের মধ্যে সব থেকে কম ভোট পড়েছে পটনা জেলায় (৩৭.৭২ শতাংশ)।

বিহারে বিধানসভায় মোট আসন ২৪৩। প্রথম দফায় ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৫ লক্ষেরও বেশি। ১১টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ২৭.৬৫ শতাংশ। সকালে ১১টায় ভোটদানের হার অনুযায়ী বেগুসারাই জেলায় সবচেয়ে বেশি ভোট পড়েছে। ভোটের হার ৩০.৩৭শতাংশ। মুজাফফরপুর জেলার ভোটের হার ২৯. ৬৬ শতাংশ, ভোজপুর জেলার ভোটের হার ২৬.৭৬ শতাংশ, বক্সার জেলার ভোটের হার ২৮.০২ শতাংশ ,দাঁড়ভাঙা জেলায় ভোটের হার ২৬.০৭ শতাংশ,বৈশালী জেলায় ভোটের হার ২৮.৬৭ শতাংশ,শেখপুরা জেলায় ভোটের হাট ২৬.০৪ শতাংশ। পাটনায় ভোটদানের হার সবচেয়ে কম, ভোটের হার ২৩.৭১ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত বিহারে ৪২.৩১ শতাংশ ভোট পড়ল। ভোটদানের হারে এগিয়ে গোপালগঞ্জ (৪৬.৭৩ শতাংশ)। বেগুসারাই জেলার ভোটের হার ৪৬.০২শতাংশ,ভোজপুর জেলার ভোটের হার ৪১.১৫ শতাংশ ,বক্সার জেলার ভোটের হার ৪১.১০ শতাংশ, দাঁড়ভাঙা জেলায় ভোটের হার ৩৯.৩৫ শতাংশ,মুজাফফরপুর জেলার ভোটের হার ৪৫.৪১ শতাংশ ,পাটনা জেলায় ভোটের হার ৩৭.৭২ শতাংশ ,বৈশালী জেলায় ভোটের হার ৪২.৬০ শতাংশ ,শেখপুরা জেলায় ভোটের হার ৪১.২৩ শতাংশ।

আরও পড়ুন:বিহারে বুথে বুথে লম্বা লাইন, ভোট দিয়ে বিশেষ বার্তা নীতীশে

অন্য খবর দেখুন

Read More

Latest News